ঐতিহাসিক উপন্যাস:
জিত সিং- এই উপন্যাসের মূল চরিত্র। পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে অন্তত একজন মোগল হত্যার উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়েন।
তারপরে মোগল সম্রাট আকবরের সেনাদলে যোগ দিয়ে তার সাম্রাজ্যের ভেতরের কথা জেনে চিতোর সাম্রাজ্যকে সহায়তা করার চেষ্টা করেন। এর পাশাপাশি উপন্যাসটি এগিয়ে চলে লীলাবতীর সাথে তাঁর প্রেম, মোগল দরবার, আকবর বীরবলের নানা ঘটনার মধ্যো দিয়ে। উপন্যাসে রয়েছে অসংখ্য চরিত্র। সহজ সরল বাক্য এবং সুন্দর বর্ণনায় লেখা প্রায় সাতশো পাতার বইটি তরতর করে পড়া যায়।
জিত সিং- এই উপন্যাসের মূল চরিত্র। পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে অন্তত একজন মোগল হত্যার উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়েন।
তারপরে মোগল সম্রাট আকবরের সেনাদলে যোগ দিয়ে তার সাম্রাজ্যের ভেতরের কথা জেনে চিতোর সাম্রাজ্যকে সহায়তা করার চেষ্টা করেন। এর পাশাপাশি উপন্যাসটি এগিয়ে চলে লীলাবতীর সাথে তাঁর প্রেম, মোগল দরবার, আকবর বীরবলের নানা ঘটনার মধ্যো দিয়ে। উপন্যাসে রয়েছে অসংখ্য চরিত্র। সহজ সরল বাক্য এবং সুন্দর বর্ণনায় লেখা প্রায় সাতশো পাতার বইটি তরতর করে পড়া যায়।
Buy Bangla book online- Repertory of the Homoepathic Materria Medica (রেপার্টরি অফ দি হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা) by DR. James Tyler Kent (ডাঃ জে. টি. কেন্ট)
Book details:
- Item Weight : 460 g
- Dimensions : 20 x 14 x 4 cm
- Type of book : ঐতিহাসিক উপন্যাস
0 Reviews:
Post Your Review